মনটা দুর্বিষহ হয়ে ওঠে যখন দেখা যায় কাছের মানুষগুলি ভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে অবিশ্বাসের অতল গহবরে হারিয়ে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয়। নিজের বিভ্রান্তি ছড়িয়ে দিতে থাকে চারিপাশে, জুলুম করতে থাকে নিজেদের ক্বলবকে। দিকভ্রান্ত হয়ে ছুটতে থাকা ঐ সব বন্ধুদের অবুঝ প্রশ্নের যৌক্তিক জবাব দেয়ার ক্ষুদ্র প্রচেষ্টা হলো এই বইটি। যদি কোনও অশান্ত মন শান্ত হয়, দিন শেষে ফিরে আসে সত্য সুন্দর তাওহিদের পথে কেবল তখনই আমরা স্বার্থক, লেখকের কলম স্বার্থক!